বন্ধ কারখানা এমএএমসির আবাসনে উচ্ছেদ অভিযানে গিয়ে এডিডিএ কর্মী ও পুলিশের সঙ্গে আবাসনে বসবাসকারীদের রীতিমতো ধস্তাধস্তি হল বুধবার সকালে। শেষমেশ এডিডিএর আধিকারিকরা পুলিশের সহযোগিতায় সিডি টাইপের দুটি আবাসনে তালা ঝুলিয়ে দেন এবং একটি আবাসনের অবৈধ নির্মাণ ভেঙে দেন। এমএএমসি কারখানার প্রাক্তন শ্রমিক সংগঠন এমএএমসি এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনের উচ্ছেদ অভিযানকে এডিডিএর দ্বিচারিতা বলে অভিযোগ আনেন।

২০০২ সালে এমএএমসি কারখানা বন্ধ হওয়ার পর কারখানার আবাসন দেখভালের দায়িত্ব পায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এমএএমসির আবাসনগুলি কারখানার প্রাক্তন শ্রমিকরা পাওয়ার আবেদন করে লিকুইডেটরকে একটি নির্দিষ্ট মানের টাকা জমা দেয় বলে জানা গেছে। কিন্তু এসবিআই এবং এমএএমসির মধ্যে আইনি জটিলতায় সেই আবাসন পাননি কারখানার প্রাক্তন শ্রমিকরা বলে জানা গেছে। কিছু আবাসনে কারখানার প্রাক্তন শ্রমিকরা বসবাস করছেন আবার বেশিরভাগ আবাসনই অবৈধভাবে দখল করে রেখেছেন কিছু মানুষ। এমএএমসির এক্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, এইসব দখলদারদের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মোটা টাকার বিনিময়ে পরিত্যক্ত আবাসন ভাড়া দিয়ে দিয়েছেন। অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, এইসব অবৈধ দখলদারদের এডিডিএ কর্মীরা উচ্ছেদ না করে আমাদের আবাসন এলাকায় দুটি আবাসনকে টার্গেট করেই খালি করার অভিযান চালালো এডিডিএ। এডিডিএর আধিকারিকরা অবশ্য কোন অভিযোগে কর্ণপাত না করে দুটি আবাসনের মধ্যে একটিতে অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে দুটি আবাসনেই তুলা ঝুলিয়ে দেন।

Like Us On Facebook