দুর্গাপুরের এমএএমসি আবাসনের দীর্ঘ দিনের জলের সমস্যার সমাধান করতে এগিয়ে এল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এডিডিএ’র ১৫এমজেডি জল প্রকল্প থেকে পর্যাপ্ত পানীয় জল গোটা এমএএমসি এলাকার পানীয় জলের দীর্ঘ দিনের যে সমস্যা রয়েছে এর ফলে তার সমাধান হবে বলে দাবি এডিডিএ র চেয়ারম্যানের। বুধবার এমএএমসিতে আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের শুভ সূচনা করেন।
Like Us On Facebook