নিম্নমানের সিমেন্ট ব্যবহার করে স্কুলভবন তৈরি করাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়াল পূর্ব বর্ধমানের বেলকাশ পঞ্চানন পাবলিক ইনস্টিটিউশনে। বুধবার ওই স্কুলে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারকে সমস্ত সিমেন্ট বাতিল করে নতুন বস্তা আনানোর নির্দেশ দেন সর্বশিক্ষা মিশনের ইঞ্জিনিয়ার। এদিন সকালে বেলকাশ পঞ্চায়েতের খাদ্য কর্মাধ্যক্ষ মিহির দত্ত স্কুলে আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে। এরপরই জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া সিমেন্টের বস্তা বাতিল করে নতুন সিমেন্ট দিয়ে কাজ করার নির্দেশ দেন ঠিকাদারকে। বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক জানিয়েছেন, বেলকাশ পঞ্চানন পাবলিক স্কুল গত দু বছর হলো উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে তৈরি হচ্ছে নতুন ভবন। যে ঠিকাদার এই কাজের বরাত পেয়েছে সে বিল্ডিং তৈরি করতে খারাপ সিমেন্ট ব্যবহার করছে বলে আমার কাছে স্কুলের পক্ষ থেকে অভিযোগ আসে। এরপর সর্বশিক্ষা মিশনের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। অন্যদিকে জেলা সর্বশিক্ষা আধিকারিক শারদ্বতি চৌধুরী এ প্রসঙ্গে জানান যে, অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট আধিকারিকদের তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Like Us On Facebook