আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ৬ কোটি টাকা বাজেটে দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডের ৩২টি বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ শুরু করল। শুক্রবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের সামনে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি সহ সমস্ত কাউন্সিলর ও মেয়র পারিষদ এবং আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সমস্ত কর্মীরা।

জানা গেছে শৌচালয়, যাত্রী প্রতীক্ষালয়, ড্রেন, পাকা রাস্তা, রাস্তার বাতিস্তম্ভ ও এলইডি লাইট সহ এক গুচ্ছ প্রকল্প এদিন উদ্ধোধন করে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের সমস্ত ওয়ার্ডে উন্নয়নের লক্ষ্যে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এক গুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের শুভ সূচনা হল আজ। বক্তব্য রাখতে গিয়ে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এদিন দুর্গাপুর নগর নিগমের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের উন্নয়ন মূলক কাজগুলি ত্বরান্বিত করতে সহায়তার অনুরোধ করেন। একই সঙ্গে মেয়র দিলীপ অগস্তিকেও উন্নয়নমূলক কাজগুলি পর্যবেক্ষণ করার অনুরোধ করেন। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি বলেন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে আসানসোল ও দুর্গাপুর দুই শহরে গ্রীন সিটি প্রকল্পের অধীনে সৌন্দর্যায়ন ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। এদিন দুর্গাপুরের একগুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় আনন্দে আপ্লুত হয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান নিজের হাতে।

Like Us On Facebook