দুর্গাপুর ইস্পাত কারখানার সিডিআই বিভাগে একটি ইউনিটে রবিবার সকালে দুর্ঘটনা ঘটায় গলিত লোহায় অগ্নিদগ্ধ হন কারখানার পাঁচ কর্মী। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচ জনের মধ্যে একজন দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক, দু’জন অস্থায়ী কর্মী এবং দু’জন দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী কর্মী রয়েছেন। ঘটনায় জখমরা হলেন মণিশ নিমা, সুজয় ঘটক, সঞ্জিত কুন্ডু, সুব্রত বালা এবং নাসির আলম।
দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক বি. বি রায় বলেন, ‘রবিবার সকাল ১১টা নাগাদ ইস্পাত কারখানার সিডিআই এরিয়ায় একটি ফ্ল্যাশ ফায়ার হয়। এতে কারখানার এক আধিকারিক ও চারজন শ্রমিক জখম হন। তাঁদের প্রথমে প্ল্যান্ট মেডিকেলে ও পরে চিকিৎসার জন্য ডিএসপি মেন ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চার জনকে দুর্গাপুরের একটি বেরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলেই সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা এড়াতে কি কি করণীয় সে বিষয়েও এই কমিটি রিপোর্ট দেবে।’ এদিকে, এই খবরটি ছড়িয়ে পড়তেই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়ায়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে।