সম্প্রতি দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে (সিএমইআরআই) শিক্ষার্থী ও বিজ্ঞানীদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ‘জিজ্ঞাসা’ নামে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুর্গাপুর, পানাগড় ও অন্ডালের চারটি কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক এবং সিএমইআরআই-এর বিজ্ঞানীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনায় সিএমইআরআই, দুর্গাপুরের ডিরেক্টর প্রফেসর হরিশ হিরানি তাঁর ভাষণে দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা সম্বন্ধে বক্তব্য রেখে পড়ুয়াদের উদ্বুদ্ধ করেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শুধুমাত্র প্রথাগত চাকরির কথা না ভেবে ছাত্র-ছাত্রীরা তাদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসুক।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা রিজিওনাল অফিসের অ্যাসিন্ট্যান্ট কমিশনার টি ব্রক্ষ্মানন্দম বলেন, শিক্ষার্থীদের কৌতুহল নিরসনে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র-ছাত্রী ও বিজ্ঞানীদের মধ্যে সংযোগ স্থাপন করতে পারেন শিক্ষকরা। এছাড়াও পড়ুয়াদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলতে সিএমইআরআই-এর বিজ্ঞানীরা ছাত্র-ছাত্রী ও উপস্থিত শিক্ষকদের সামনে বক্তব্য রাখেন এবং সিএমইআরআই উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্টের প্রদর্শন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সিএমইআরআই-এর গবেষণালব্ধ বিভিন্ন প্রজেক্ট নিয়ে যথেষ্ট আগ্রহ দেখায় এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেয়।