বিবেকানন্দ সংঘের পরিচালনায় ২ নম্বর শাঁখারিপুকুর সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘স্বপ্নের দেশ’। এই পুজো কমিটি প্রতি বছরই বাচ্চাদের কথা ভেবে নতুন কিছু করার চেষ্টা করে। ১৩ তম বর্ষে স্বপ্নের দেশে থাকছে পরি, ইউনিকর্ণ ইত্যাদি। এ যেন এক ফেয়ারি টেল। থার্মোকল, কাপড়, কাগজ, পাটকাঠি, প্লাই দিয়ে শিল্পী সুরজিৎ দাসের তত্বাবধানে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমা আসছে পূর্ব মেদিনীপুর থেকে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে প্রতিমা।
Like Us On Facebook