বীরভূমের রামপুরহাটের বিনোদপুর থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালে পুত্রের চিকিৎসা করাতে এসে অসুস্থ পুত্র ও স্ত্রী রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় এক ব্যক্তি দুর্গাপুর এনটিএস থানার দ্বারস্থ হলেন। জানা গেছে, ওই ব্যক্তির নাম নই়মূল হক। নই়মূল বলেন হার্টের অসুখের চিকিৎসার জন্য দুর্গাপুরের মিশন হাসপাতালে স্ত্রী রুমকি বিবিকে নিয়ে আসার পর হাসপাতালে ওদের বসিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স করাতে গেলে স্ত্রী ও পুত্র উভয়েই রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Like Us On Facebook