দুর্গাপুর শিল্পাঞ্চল সারা বছরই উৎসব মুখর থাকে। অন্যান্য পুজো-পার্বণের মত শিল্প শহর প্রতি বছর মাতে গনেশ চতুর্থথীতে। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় সুদৃশ্য প্যান্ডেল ও চোখ ধাঁধাঁনো গনেশ মূর্তি এবারও দর্শক টানছে প্যান্ডেল গুলিতে। কোথাও কোথাও আবার পুজোয় বাড়তি ভীড় টানতে মেলারও আয়োজন করা হয়েছে।
Like Us On Facebook