শুক্রবার ভোররাতে দুর্গাপুরে ছয় ফুট লম্বা একটি পাইথন ধরা পড়ল। দুর্গাপুরের ডিপিএল আবাসনের রাস্তায় এই পাইথনটি রাস্তা পারাপার করার সময় রাতের টহলদার পুলিশ এর নজরে পড়ে। দুর্গাপুরের কোকওভেন থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা সর্পবিশারদ দেবাশীষ মজুমদারকে খবর দিলে দেবাশীষবাবু বৃহদাকার পাইথনটি ধরে দুর্গাপুর বনদপ্তরের হাতে তুলে দেন। দুর্গাপুরের বনদপ্তর পাইথনটিকে কাঁকসার ঘন জঙ্গলে ছেড়ে দেবে বলে জানা গেছে।

Like Us On Facebook