দুর্গাপুর পৌরভোটে শাসক দলের সন্ত্রাস, গুলি, বোমাবাজি ও ভোট লুঠের প্রতিবাদে জনমত গঠনের উদ্দেশ্যে এবং পুর্ননির্বাচনের দাবিতে দুর্গাপুরের ১৩টি বাম গণসংগঠনের কর্মীরা দুর্গাপুর স্টেশন সংলগ্ন ভিজিটর লজ থেকে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল শেষ হয় এসবি মোড়ে। মিছিলে প্রচুর বাম কর্মী অংশ নেন। মিছিল শেষে এক সভায় বক্তারা সকলেই ১৩ আগস্ট পৌরভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডব, ভোট লুঠ ও পুলিশ প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা নিয়ে সরব হন। গণতন্ত্রের কাল দিন বলে ১৩ আগস্টকে ধিক্কার জানান বাম বক্তারা। সকল বক্তাই দুর্গাপুর শহরের গণতন্ত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Like Us On Facebook