বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের পর আবার ব্যাঙ্ক প্রতারণার ঘটনা ঘটলো বর্ধমানে। ভুল বুঝিয়ে প্রায় ৪৯ হাজার টাকা একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা থেকে তুলে নিল প্রতারকরা। বর্ধমানের তেলমারুই পাড়ার বাসিন্দা অবসর প্রাপ্ত কর্মী ধ্রুবজ্যোতি বক্সীর মোবাইলে বুধবার সকালে একটি ফোন আসে। নিজেকে স্টেট ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে তার কাছে এটিএমের পিন জানতে চাওয়া হয়। ধ্রুবজ্যোতি বক্সী জানান, পিন নম্বর বলার পরই তার অ্যাকাউন্ট থেকে চার বারে প্রায় ৪৯ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। বিষয়টি সম্পর্কে অবগত হবার পরই তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, এটিএমের তথ্য কাউকে না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচার চলছে তা সত্বেও মানুষ এই তথ্য ফোনে অপরিচিতদের দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এক ব্যাঙ্ক কর্মী জানান, ব্যাঙ্কের কোন নোটিশ থাকলে তা এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের জানান হয়। ব্যাঙ্ক কখনই ফোন করে গ্রাহকদের কাছ থেকে এই ধরণের তথ্য জানতে চায় না। সাধারণ মানুষ সচেতন না হলে এই ধরণের জালিয়াতি বন্ধ হবে না।