রাজনীতিতে দুই জন বিপরীত মেরুতে অবস্থান করছেন। একজন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম অপরজন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুনীল মন্ডল। রাজনীতিতে একে অপরের ছায়া মাড়ান না। কিন্তু দলিত শোষণ প্রশ্নে দুই দুঁদে রাজনীতিক দলিতদের স্বার্থে এক মঞ্চ থেকে লড়াই করছেন। দুর্গাপুরে শোষিত ডোম মহাসংঘের বার্ষিক অনুষ্ঠানে দুই বিপরীত মেরুর রাজনীতিক এক মঞ্চে পাশাপাশি বসে এক সাথে এক সুরে দলিত বঞ্চনায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। কেবল মাত্র রামচন্দ্র ডোম আর সুনীল মন্ডলই নন আরও অনেক বিহার ও ঝাড়খন্ড থেকে আগত বিপরীতধর্মী রাজনীতিক রাজনীতি ভুলে শোষিত ডোম মহাসংঘের দাবির সমর্থনে বিভিন্ন দাবি জানালেন। এদিনের শোষিত ডোম মহাসংঘের সভায় প্রচুর জনসমাগম হয় দুর্গাপুরে। এই সভায় এদিন শোষিত ডোম মহাসংঘের বার্ষিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ডোম সমাজের কল্যাণে কমিটি নির্বাচনও হয়।
Like Us On Facebook