দুর্গাপুরের এনএসএইচএম কলেজের এমবিএ ফাইনাল ইয়ারের এক ছাত্রীর ঝুলন্ত মৃত দেহ পাওয়া গেলে কলেজে চাঞ্চল্য ছড়ায়। মৃত ছাত্রীর নাম সুরভি সুমন।বিহারের মজঃফরপুরের বাসিন্দা। কলেজের কমন স্টাডি রুমে আজ সকালে সুরভিকে ওড়নায় ফাঁসে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখে সুরভির সহ পাঠিরা কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। কলেজ কর্তৃপক্ষ কাঁকসা থানা ও সুরভির বাড়িতে খবর দেয়। পুলিশ কলেজে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ মৃত সুরভির মোবাইলটি বাজেয়াপ্ত করে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে। এনএসএইচএম কলেজের অধ্যক্ষ অমিতাভ দে জানান, ‘সুরভির মৃত্যুর কারণ এখনও বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে দেখছে।’ এদিকে সুরভির সহপাঠিরা সুরভির এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। তারা জানায়, সুরভি খুব মেধাবী ছাত্রী ছিল। সুরভির অকাল মৃত্যু বন্ধুরাও মেনে নিতে পারছে না।