রাজনৈতিক সৌজন্যতার নজির গড়ল দুর্গাপুর। পৌর নির্বাচনের প্রতিদ্বন্দিতা ভুলে শুক্রবার সুশৃঙ্খল ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী ও বিরোধী দল বিজেপি কর্মীরা সিটিসেন্টারের একই রাস্তায় পাশাপাশি নিজ নিজ প্রার্থীদের সমর্থনে বড় বড় মিছিল করে এসে মনোনয়ন পত্র জমা দিলেও শুক্রবার আইনশৃঙ্খলার কোন অবনতি হল না। এদিন যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে বহু কর্মী সমর্থকের ভিড় ও আইন শৃঙ্খলা আবনতির আশঙ্কায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক মোদী ও এসিপি বিমল কুমার মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মেটাল ডিটেক্টর ও ত্রিস্তর নিরাপত্তার ব্যবস্থা করলেও দুই দলের নেতা কর্মীরা মিছিল চলাকালীন দলের জয়ের লক্ষ্যে শ্লোগান দিলেও শান্তি শৃঙ্খলার বজায় রাখতে পরস্পরের বিরুদ্ধে কটু কথা বলে উত্তেজনা ছড়াননি। স্বাভাবিক ভাবেই এদিন পুলিশকেও খুব রিলাক্স মুডেই দেখা গেল বিভিন্ন পয়েন্টে। এদিন বাবুল সুপ্রিয় দুর্গাপুর মহকুমা শাসকের অফিস চত্বরে আসার পর বিজেপির অনেক মহিলা কর্মী বাবুলের সঙ্গে সেলফি তোলার সময় রঙ ও রাজনৈতিক প্রতিদ্বন্দিতা ভুলে অনেক তৃণমূল কর্মী সমর্থককেও বাবুলের ফটো তুলতে দেখা গেল। আবার এই দিনের সকালে রাজনৈতিক প্রতিদ্বন্দিতা ভুলে ১৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনোহর কোনার ও ২০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রমা প্রসাদ হালদার ভিড়িঙ্গী কালী মন্দিরে মনোনয়ন পত্র জমার আগে একে অপরের হাত ধরে কুশল বিনিময় করেন।

Like Us On Facebook