যারা তৃণমূল কংগ্রেসের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন সেই মা মাটি মানুষই একদিন রাজ্য থেকে তৃণমূলীদের উৎখাত করবে। সারদা ও নারদ কান্ডে অভিযুক্তরা ২১ জুলাই শহীদ দিবস পালন করছে কলকাতাকে স্তব্ধ করে। দুর্গাপুরে শুক্রবার বিজেপির দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে এসে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল এদিন দলীয় কর্মীদের মনোবল বাড়াতে প্রার্থীদের নিয়ে হুডখোলা জিপে লম্বা মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসকের অফিস চত্বরে আসেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল এদিন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন সিবিআই সারদা ও নারদ কান্ডের সত্য উদ্ঘাটনে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের যেহেতু জেরা করছে তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে তৃণমূল কংগ্রেস তাদের নিয়ন্ত্রণাধীন সিআইডি কে লেলিয়ে দিয়ে শিশু পাচার কান্ডে না জড়িয়ে মিথ্যে অভিযোগে বিজেপি নেতা বিজয় বর্গীয় ও রুপা গাঙ্গুলীকে ডাকা হয়েছে। একই ভাবে ম্যাথু স্যামুয়েলকেও হেনস্থা করা হচ্ছে। এটা তৃণমূলী রাজনীতির নমুনা। শহীদ দিবস পালনের নামে বাস তুলে নিয়ে মানুষের ভোগান্তি থেকে প্রশাসনকে দলের কাজে ব্যবহার করা নিয়ে তৃণমূল নেত্রীর সমালোচনা করে শাসকদলের সভা সমাবেশ করার বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী এদিন। এই খবর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কানে পৌঁছানোয় ক্ষুব্ধ স্বপনবাবু বাবুলের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ক্ষুদ্ধ হয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন ২১ জুলাই তো ২১ জুলাই তেই করা হবে নাকি। এর পরই স্বপনবাবু বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘বাবুল সুপ্রিয় কি বাবার মৃত্যুর পর তাঁর শ্রাদ্ধ নিজের পছন্দ মতো দিনে করবেন? মন্ত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়।

Like Us On Facebook