দুর্গাপুর পৌরসভা নির্বাচনে বিজেপি’র চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি’র আসানসোল দুর্গাপুর জেলা নেতৃত্ব। বুধবার দুর্গাপুরে দলীয় কার্যালয়ে বিজেপির আসানসোল জেলার সভাপতি তাপস রায় বিজেপি প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র আসানসোল দুর্গাপুর জেলার সম্পাদক লক্ষ্মণ ঘড়ুই ও দুর্গাপুর পুরভোটে বিজেপি নির্বাচন কমিটির চেয়ারম্যান সোমনাথ বন্দোপাধ্যায়। বিজেপি নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করার পর এদিন দুর্গাপুরের বিজেপি কার্যালয়ে প্রার্থীরা সকলে দলীয় কর্মীদের নিয়ে ভিড় জমান।
এদিন বিজেপি জেলা নেতৃত্ব বিজেপির রাজ্য নেতৃত্বের প্রার্থী তালিকায় চুড়ান্ত শীলমোহর দেওয়ার পর বিকেলে প্রার্থী তালিকা প্রকাশ করেন। বিজেপির আসানসোল জেলার সভাপতি তাপস রায় দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের মধ্যে ৩৯ টি ওয়ার্ডের প্রার্থীর নাম প্রকাশ করেন বাকি ৪টি ওয়ার্ডের ৫, ১২, ৩৮ ও ৪০ নং ওয়ার্ডের প্রার্থীর নাম পরে প্রকাশ করা হবে বলে জানান। তাপসবাবু বলেন, ‘প্রার্থী তালিকায় তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রার্থী তালিকায় ৮ জন অবাঙালি প্রতিনিধিকে রাখা হয়েছে।’ এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের শ্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’কে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
তিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ উন্নয়নের জন্য ৮১টি কেন্দ্রীয় প্রকল্প চালু করেছেন। সাম্প্রতিক সময়ে বিজেপি কর্মীরা বিস্তারক যোজনায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্বন্ধে ওয়াকিবহাল করেন এবং প্রকল্পগুলির সুবিধা সকলে পাচ্ছেন কিনা তার খোঁজখবর নেন। এতে বিজেপির জনসংযোগ অনেক বেড়েছে।’ গত ৫ বছর তৃণমূল কংগ্রেস পরিচালত দুর্গাপুর পুর বোর্ড যে ভাবে উন্নয়নের প্রশ্নে মানুষের সঙ্গে প্রতারণা করেছে সেই বিশ্বাস ভঙ্গের প্রশ্নেই বিজেপি দুর্গাপুর পুর সভা দখল করবে বলে দাবি করেন বিজেপির জেলা সভাপতি।