বুধবার প্রায় ফাঁকা আলিশা বাসস্ট্যান্ড

২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস। এখনো দু’দিন দেরী আছে। কিন্তু তৃণমূল নেতা কর্মীরা আগে ভাগেই যে যার মত করে বেসরকারি বাস আটকে নিয়েছেন বা নিচ্ছেন। বর্ধমানের দক্ষিণ দামোদরের অধিকাংশ রুটের বাস এখন তৃণমূলের দখলে। ২১ জুলাই ওই সব বাসে করে তৃণমূল নেতা কর্মী বা সমর্থকরা দলীয় নেত্রীর সভায় যাবেন।

প্রতি বছর ২১ জুলাই মানেই ভিড়ে ঠাসা কলকাতা আর রাজ্যের অন্যান্য জেলায় বাসের জন্য যাত্রীদের হাহাকার রুটিন হয়ে গিয়েছে। আগের বছর গুলিতে ১৯-২০ তারিখ থেকে বাস তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এবছর কিছু রুটে ১৭ তারিখ থেকেই বাস তুলে নেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, ১৭ জুলাই অর্থাৎ শহীদ দিবস-এর ৫ দিন আগে বর্ধমান-বাঁকুড়া ভায়া খণ্ডঘোষ রুটের বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়ায় ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস না পেয়ে চরম হয়রানির শিকার হন যাত্রীরা।

এরপর ১৮ তারিখ সকাল থেকেই দেখা যায় দক্ষিণ দামোদরের অন্যান্য রুটের বাসও কমতে শুরু করেছে। বিকেলের পর থেকে বাসের সংখ্যা আরও কমে যায়। বাড়তে থাকে যাত্রীদের ভোগান্তি। ১৯ তারিখ সকাল থেকেই রাস্তা প্রায় বাস শূন্য। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকেও বাস মিলছে না। স্কুল কলেজের পড়ুয়া থেকে অফিস যাত্রী কমবেশী সকলেই চরম সমস্যায় পড়ছেন। এই সুযোগে দাপটে ব্যবসা করছে অটো-টোটো-ছোট হাতি-মারুতি ভ্যান।

শাসক দলের নেতা কর্মীরা বাস আটক করলেও প্রশাসন কার্যত নীরব। যদিও পূর্ব বর্ধমানের সভাধিপতি দেবু টুডু জানান, এই রকম হওয়ার কথা নয়।তবে খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

বুধবার প্রায় ফাঁকা আলিশা বাসস্ট্যান্ড
Like Us On Facebook