প্রথম শ্রেণি থেকে পাশ ফেল প্রথা চালু করা সহ রাজ্য সরকারের পঠন-পাঠনের সংস্কার নিয়ে এক গুচ্ছ দাবিত দুর্গাপুরে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির দুর্গাপুর শাখার সদস্যরা বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল। বৃহস্পতিবার অল বেঙ্গল সেভ এডুকেশনের সদস্যরা মিছিল করে পাশ ফেল প্রথা চালু করার দাবিতে শ্লোগান দিতে দিতে এসে মহকুমাশসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পরে এই সংক্রান্ত একটি স্মারকলিপি মহকুমাশাসকের কাছে দেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির দুর্গাপুর শাখার সদস্যরা।
Like Us On Facebook