দুর্গাপুর মহকুমাশাসক ও শাসক দল তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপে অবশেষে দুর্গাপুরের আইওসির বটলিং প্ল্যান্টে বুধবার থেকে ফের কাজ শুরু হল। বুধবার দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে শাসক দলের নেতাদের উপস্থিতিতে আইওসির কর্তাদের সঙ্গে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উচ্চপর্যায়ের এক বৈঠকে ফের বটলিং প্ল্যান্ট খোলার সিদ্ধান্ত হয়। আইওসি কর্তৃপক্ষ ষাট বছরের বেশি বয়সের ঠিকা শ্রমিকদের কাজে নিয়োগ না করার শর্ত আরোপ করে বাকিদের কাজে নিযুক্ত করার শর্ত দেয়। প্রশাসনিক কর্তারা ও শাসকদলের নেতারা সেই শর্তে শীলমোহর দিয়ে ষাটোর্ধ আট জন ছাড়া বাকি সাতাত্তর জনকে নিয়োগের সম্মতিতে এবং ফের কর্মী নিয়োগ হলে ষাটোর্ধদের পোষ্যদের প্রথম নিয়োগের শর্ত আরোপ করে বুধবারই বটলিং প্ল্যান্ট খুলে কাজ স্বাভাবিক করার দাবি জানায় আইওসি কর্তৃপক্ষকে। আইওসি কর্তৃপক্ষ প্রশাসনিক কর্তা ও শাসক দলের নেতাদের শর্ত মেনে নিলে বুধবারই ছাঁটাই হওয়া কর্মীদের কাজে যোগ দিয়ে বটলিং প্ল্যান্ট খুলে যায়। এই খবরে শ্রমিক মহলে খুশীর হাওয়া বইতে থাকে। বয়স জনিত কারণে বটলিং প্ল্যান্টের ১১২ জন শ্রমিকের মধ্যে ৮৫ জনকে আইওসি কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাঁটাই করে দেয়। এই নিয়ে বটলিং প্ল্যান্টে অচলবস্থা চলছিল। ইতিমধ্যে দুর্গাপুর মহকুমা প্রশাসন ও শাসক দলের হস্তক্ষেপে ফের ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করে বটলিং প্ল্যান্ট চালু করায় ছাঁটাই হওয়া শ্রমিকদের মুখে হাসি ফুটল ও আইওসিরও মানবিক মুখ দেখল শিল্পাঞ্চল।
Like Us On Facebook