দুর্গাপুরের ইস্পাত নগরীর আকবর রোডে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে শুক্রবার এলাকায় চাঞ্চল্য ছড়াল। আকবর রোড সংলগ্ন রাস্তার ধারে একটি দোকানে খোলা বারান্দার ধারে এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ মৃত ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় জানার চেষ্টা করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অনেকের অনুমান প্রবল গরমে মারা যেতে পারে ওই ব্যক্তি।
Like Us On Facebook