কিশোর কুমারের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে ‘কিশোর সন্ধ্যা’র আয়োজন করা হয়। দুর্গাপুরের কিশোর কুমার ফ্যান ক্লাবের পরিচালনায় শনিবার সন্ধ্যায় এই মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কুমারের বিভিন্ন জনপ্রিয় গানের ডালি সাজিয়ে সমগ্র সঙ্গীতানুষ্ঠানটি হয়। দক্ষিণ বঙ্গের বিভিন্ন প্রান্তের কিশোর কন্ঠীরা এবং মহিলা সঙ্গীত শিল্পীরাও এইদিন কিশোর কুমারের জনপ্রিয় গান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল প্রয়াত সুরকার রাহুল দেব বর্মনের মিউজিক টিমের সেই সময়ের ট্রাম্পেট বাদক কিংবদন্তি শিল্পী কিশোর সোধার পারফরম্যান্স। কিশোর সোধার ট্রাম্পেটের যাদুতে দক্ষিণ বঙ্গের বিভিন্ন কিশোর কন্ঠীরা কিশোর কুমারের জনপ্রিয় গান পরিবেশন করেন। সেইসঙ্গে কিশোর সোধাও এদিন কিশোর কুমারের গাওয়া জনপ্রিয় গান ট্রাম্পেটের মাধ্যমে পরিবেশন করে সকলকে মোহিত করে দেন। এদিন সৃজনী অডিটোরিয়াম দর্শক কানায় কানায় ভরে যায়। সব মিলিয়ে শনিবারের সন্ধ্যায় সৃজনী অডিটোরিয়াম কিশোরময় হয়ে ওঠে।