প্রতি বছরের মতো এবারও দুর্গাপুরবাসীকে হরেক মাছের স্বাদ দিতে মৎস্য উৎসব অনুষ্ঠিত হল। রবিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপের কনিষ্ক রোডে ‘মাছে-ভাতে বাঙালি’ শীর্ষক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়। জানা গেছে, ১১ কুইন্টাল বিভিন্ন মাছের নানান পদ রান্না করা হয়। প্রায় দু’হাজার মানুষ এদিনের উৎসবে হাজির হয়ে মাছ-ভাত খান। দুর্গাপুরের স্টিল টাউনশিপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মৎস্য উৎসবের আয়োজন করে। সংস্থার উদ্যোক্তারা বলেন, ‘এই মৎস্য উৎসব আয়োজনের পিছনে আসল কারণ হল, আমরা বাঙালি, মাছে-ভাতে মানুষ। আজকাল ছোটরা মাছ খেতে চায় না। চিকেন পছন্দ বেশি। তাই মাছকে ছোটদের কাছে আকর্ষণীয় করতে এই মৎস্য উৎসবের আয়োজন।’
Like Us On Facebook