দুর্গাপুরের এক শিল্পী স্ট্র ব্যবহার করে বানিয়েছেন সরস্বতীর প্রতিমা। এই প্রতিমা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় ছয় হাজার স্ট্র। এমনটাই জানিয়েছেন শিল্পী অমিত সরকার। যিনি পেশায় সংগীত এবং অঙ্কন শিক্ষক। তবে বাগদেবীর প্রতিমা তিনি যেভাবে স্ট্র দিয়ে তৈরি করেছেন, তা নজর কাড়ছে দুর্গাপুর শহরের।

অমিত সরকারের নিজের একটি শিক্ষা কেন্দ্র রয়েছে। যেখানে সংগীত এবং অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই শিক্ষা কেন্দ্রের জন্যই তিনি এই সরস্বতী মূর্তি বানিয়েছেন স্ট্র দিয়ে। নানা রকম রঙিন স্ট্র ব্যবহার করে তিনি এই অতুলনীয় মূর্তিটি বানিয়ে ফেলেছেন। যদিও এটা তাঁর প্রথম শিল্পকলা নয়। এর আগে বিগত ১৫ বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় সরস্বতীর মূর্তি তৈরি করে আসছেন। চাল, ডাল, থার্মোকল, বাদামের খোলা, মসলা, তেজপাতা, পেন্সিল ইত্যাদি দিয়ে এর আগে সরস্বতীর মূর্তি বানিয়েছেন তিনি। আর এবার সরস্বতী পুজো উপলক্ষে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বানিয়ে ফেলেছেন রঙিন স্ট্র দিয়ে তৈরি এই সরস্বতী প্রতিমা।

মূর্তি তৈরীর কারিগর অমিত সরকার জানিয়েছেন, স্থানীয় বাজার থেকে ১০০০ টাকা দিয়ে প্রায় ৬ হাজার স্ট্র কিনেছিলেন তিনি। মূলত প্রতিমার কাঠামোটি তৈরি হয়েছে মাটি, রঙিন কাগজ ও কাপড় দিয়ে। তার ওপর বসানো হয়েছে স্ট্র। এই মূর্তি তৈরি করতে সব মিলিয়ে প্রায় ২০ দিন সময় লেগেছে বলে জানিয়েছেন শিল্পী। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মূর্তির উচ্চতা হয়েছে ৫ ফুট ৫ ইঞ্চি, এবং ওজন হয়েছে ৬ কেজি। শিল্পী আশা করছেন, স্ট্র দিয়ে তৈরি এই মূর্তিটি যেমন অবাক করবে তার পড়ুয়াদের, পাশাপাশি এই মূর্তিটি শহরবাসীকে একটা নতুনত্বের স্বাদ দেবে।

Like Us On Facebook