ডাম্পারের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বর্ধমানের জামালপুরের নেতাজী মাঠ এলাকার থানা মোড় সংলগ্ন রাস্তায়। মৃতের নাম উজ্জ্বল কোটাল (২৩)। বাড়ি হুগলীর খানাকুলের রঘুনাথপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন মোটরবাইক নিয়ে ওই যুবক সুজিপুর থেকে জামালপুর হয়ে খানাকুল ফিরছিলেন। জামালপুর নেতাজী মাঠ এলাকার থানা মোড় সংলগ্ন রাস্তায় দ্রুতগতির একটি ডাম্পার পিছন থেকে বাইকে ধাক্কা মারলে ছিটকে পড়েন উজ্জ্বল কোটাল। এরপর ডাম্পারের চাকাতেই তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই দুর্ঘটনার পর মেমারি-তারকেশ্বর রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জামালপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
Like Us On Facebook