দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো এবার ৫৫তম বর্ষে পদার্পণ করল। মন্ডপের থিম এবার ‘রঙের মেলা’। ফাইবারের নানা রঙের স্টিকার লাগিয়ে মন্ডপটি তৈরি করা হয়েছে, গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে সেভাবে বড় আকারের মন্ডপ তৈরি করা হয় নি। এবার তাই বড় আকারে মন্ডপ তৈরি হয়েছে। মহালয়ার সন্ধ্যায় দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দূর্গোৎসবের ভার্চুয়াল উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোর উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক অরুণ প্রসাদ দুর্গাপুর পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ,ডিসিপি অভিষেক গুপ্তা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় পুজো মন্ডপগুলি মহালয়ার আগেই উদ্ধোধন করে দিয়েছেন। মহালয়ার দিনও বেশকিছু পুজো মন্ডপের উদ্ধোধন করেন, তার মধ্যে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো মন্ডপটিরও উদ্ধোধন করেন। যদিও মন্ডপের এখনও অনেক কাজ বাকি রয়েছে। মন্ডপ উদ্ধোধনের জন্য দ্রুততার সঙ্গে মন্ডপ তৈরি করে ফেলা হয় বলে জানা গেছে।