দুর্গাপুর বিধাননগরের ক্লাব স্যান্টোসের দুর্গোৎসব এবার ৫২ বছরে পা দিল। গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে পুজো সেভাবে হয়নি। এরমধ্যে পুজোর ৫০ তম বর্ষপূর্তি লকডাউনের মধ্যে পালন করা হয়ে উঠেনি বলে দাবি পুজো কমিটির উদ্যোক্তাদের। এবারের পুজোর থিম ‘ইস্কন মন্দির’। ইস্কন মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা হচ্ছে। পুজোর বাজেট প্রায় ২৩ লক্ষ টাকা। চলতি বছরে ৫২ তম বর্ষে পদার্পণ হলেও পুজো কমিটি সদস্যরা জানান, তাঁরা পুজোর ৫০ বছর পূর্তি ধূমধাম করে উদযাপন করবেন। তাঁদের দাবি, গত দু’বছর আগে করোনা অতিমারর জন্য ৫০ বছর উদযাপন করা হয়নি। পুজোর উদ্যোক্তারা জানান, আগের মতোই পুজোর চারদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Like Us On Facebook