বায়ু দূষণ কমাতে দুর্গাপুরে কয়লার উনুনের পরিবর্তে ধোঁয়াহীন উনুন বিতরণ করা হল। ফুটপাতের দোকানে কয়লার উনুন থেকে বাড়ে দূষণের মাত্রা, ফুটপাতের দোকানগুলি থেকে দূষণ কমাতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সৃজনী পেক্ষাগৃহে বিদ্যুৎ চালিত পরিবেশবান্ধব উনুন বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, দুর্গাপুরের মহানগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সম্পাদক রাজেশ কুমার, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটরে ডিসি (ইস্ট) অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য পরিবেশ প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, দেশব্যাপী দূষণের সমীক্ষায় ১২২টি শহরকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যো এই রাজ্যের ৬ টি শহরকেও চিহ্নিত করা হয়েছে তার মধ্যে আসানসোল, দুর্গাপুরও রয়েছে। এই দুই শহরে দূষণ কিভাবে কমানো যায় তার জন্য তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাজ্য জুড়ে দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শিল্পাঞ্চলে কম দামে কয়লা পাওয়া যায়, যার ধোঁয়ায় পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। সেইসব বিষয় নিয়েও ব্যবসায়ীদের সচেতন করা হয়। এদিন ৩৫ টি স্মোকলেস চুলা বিতরণ করা হয়। এই উনুন গুলিতে অত্যাধুনিক প্রযুক্তির GPS সিস্টেমের মাধ্যমে বোঝা যাবে কোথায় কোথায় সেগুলি ব্যবহার হচ্ছে। সম্প্রতি শুরু হওয়া ‘পশ্চিমবঙ্গ পরিবেশ অ্যাপের’ মাধ্যমে বোঝা যাবে কোন জায়গার পরিবেশ কেমন। জমা করা যাবে অভিযোগ। যারা অভিযোগ দায়ের করবেন তাঁদের ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই অ্যাপের ফান্ডে জমা আছে ১কোটি টাকা। দূষণ কমাতে জোর তৎপরতা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।