হিরো মোটোকর্প কোম্পানি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির(সিএসআর) মাধ্যমে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও পূর্ব বর্ধমান পুলিশের কাজের সুবিধার্থে ৫৬ টি বাইক তুলে দিল দুর্গাপুরের বেনাচিতির একটি হিরো বাইকের শোরুম থেকে। এদিন ৩৫ টি বাইক আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, ১৫ টি পূর্ব বর্ধমান, ৫ টি বাইক কালিম্পং ও ১ টি ভবানী ভবনে মোট ৫৬ টি বাইক পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। মোটর বাইক সংস্থার এই উদ্যোগে খুশি পুলিশ আধিকারিকরা। সিএসআর প্রকল্পে হিরো মোটোকর্প পশ্চিমবঙ্গ পুলিশের হাতে মোট ১৩০০ বাইক তুলে দেবে বলে জানা গেছে।
Like Us On Facebook