জিএসটি অফিসারের ব্যবহার করা ভাড়ার গাড়ি নিয়ে পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগে কোকওভেন থানার পুলিশের জালে কাকা ও ভাইপো। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের নডিহার বাসিন্দা বাসুদেব পাল ও জগদীশ পাল, যারা সম্পর্কে কাকা ও ভাইপো, দুর্গাপুরের এসবি মোড়ে জিএসটি বোর্ড লাগানো গাড়ি নিয়ে অবৈধভাবে টাকা আদায় করত। দিনের শেষে জিএসটি বিভাগের ভাড়া নেওয়া ওই গাড়ি থেকে অফিসার নেমে গেলে সেই গাড়ি নিয়ে কাকা ও ভাইপো কুকর্ম করত। বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের পচামি থেকে দুটি পাথর বোঝাই গাড়ি দুর্গাপুরের এসবি মোড় এলাকায় পৌঁছলে গাড়ি দুটি আটকে ওই দুই ব্যক্তি নিজেদের জিএসটি অফিসার পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র দেখে ওই দুই পণ্যবাহী গাড়ির চালকের কাছ থেকে তিন হাজার টাকা করে ফাইন চায় অভিযুক্তরা। চালকরা ফাইন দিতে অস্বীকার করায় অভিযুক্ত দুই ব্যক্তি পণ্যবাহী গাড়ি দুটির কাগজপত্র নিয়ে পালায়। এরপর পণ্যবাহী গাড়ির চালকরা কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের নামে। সেই অভিযোগের ভিত্তিতে কোকওভেন থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই দুই ব্যক্তিকে গাড়ি সমেত দুর্গাপুরের নডিহা থেকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ওই দুই ব্যক্তিকে কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘটনা তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।