পথভোলা এক কিশোরকে দুর্গাপুর ২৫ নম্বর ওয়ার্ডের বিধানপার্ক এলাকার বাসিন্দারা পুলিসের হাতে তুলে দিলেন। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোর সাইকেল চালিয়ে এলাকায় আসে। হঠাৎই একটি বাড়িতে ঢুকে বিশ্রাম নিতে শুরু করে। ওই পরিবারের লোকজন বিষয়টি বুঝতে না পেরে তার নাম ঠিকানা জানাতে চান। কিশোর মানসিকভাবে বিকারগস্ত থাকায় নিজের ও বাবা – মায়ের নাম বলতে পারলেও কোন ঠিকানা না বলতে পারায় বিপাকে পড়েন এলাকাবাসী। এরপর ওই কিশোরকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পুলিসে খবর দেন স্থানীয়রা। নিউ টাউনশিপ থানার পুলিস এসে কিশোরকে থানায় নিয়ে যায়।

এলাকার বাসিন্দা শুভঙ্কর দাস জানান, বছর ১২’র ওই কিশোর তার নাম জানিয়েছে নমন সিং এবং তার বাবার নাম নীরাজ সিং। সে তার বাড়ির ঠিকানা কেবল বিহারের গয়া এলাকায় বলে জানিয়েছে। ওই কিশোর নাম – ঠিকানা বলার মধ্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

জানা গেছে, দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার নির্দেশে ওই নাবালকের বাড়ির ঠিকানা খোঁজার জোর তৎপরতা শুরু করে নিউ টাউনশিপ থানার পুলিশ। পরে জানা যায়, নমন সিং দুর্গাপুরের আমরাই গ্রামের উওরায়ণের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে শেষমেষ রাস্তা হারিয়ে যাওয়ায় সে ২৫ নং ওয়ার্ড এলাকায় চলে আসে। পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার গভীর রাতে নমন সিংয়ের বাবা শশীকান্ত সিং ছেলেকে থানা থেকে নিয়ে বাড়ি নিয়ে যান। শশীকান্ত সিং পুলিশের তৎপরতায় ছেলেকে ফিরে পেয়ে থানায় কান্নায় ভেঙে পড়েন।হারানো ছেলেকে বাড়ি নিয়ে যেতে পেরে পুলিশকে কৃতজ্ঞতা জানান শশীকান্ত সিং।

Like Us On Facebook