দুর্যোগের মধ্যে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে শবদাহ করতে আসা শ্মশান যাত্রীরা বুধবার চরম দুর্ভোগে পড়লেন। টানা ছয় ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন বীরভানপুর শ্মশানের ইলেকট্রিক চুল্লি। এই ঘটনাকে কেন্দ্র করে হয়রানির শিকার দাহকার্য করতে আসা শ্মশান যাত্রীরা।
দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানের পুরোহিত শ্যামল আচার্য জানান, টানা বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বন্ধ রয়েছে শ্মশানের ইলেকট্রিক চুল্লিতে দাহ কাজ। আর তাতেই প্রায় দশ থেকে বারোটি শবদেহ নিয়ে আসা যাত্রীরা বিপাকে পড়েছেন। তাঁদের ক্ষোভের শিকার হতে হচ্ছে আমাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্মশান যাত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে শ্মশানে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখানে প্রায়শই বিদ্যুতের চুল্লি খারাপ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষর এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
দুর্গাপুর নগর নিগমের মেয়র ইন কাউন্সিল (জঞ্জাল) রুমা পারিয়াল বলেন, ঘটনার ব্যাপারে অবগত আছি। ডিপিএল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় বেলা তিনটে নাগাদ বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হলে শ্মশানের দাহকার্য আবার শুরু হয়।