করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ঘাটতি মেটাতে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। মহকুমা হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট চালু হয়ে গেলে হাসপাতালকে আর অক্সিজেনের জন্য সমস্যায় পড়তে হবে না। জানা গেছে, হাসপাতালে অক্সিজেন তৈরির পিএসএ প্ল্যান্ট বসানো হচ্ছে। বায়ু থেকে নেওয়া অক্সিজেন বিশুদ্ধ করে তরল অক্সিজেনে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে সেই অক্সিজেন পাঠানো হবে হাসপাতালের ওয়ার্ডে রোগীর শয্যার পাশে।

জানা গেছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শুরু হল। জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই এই অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়ে যাবে। খরচ হচ্ছে দশ লক্ষ টাকা। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেলের পিছনে তৈরি হবে এই অক্সিজেন প্ল্যান্ট। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি অক্সিজেন প্লান্টের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানান দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার এবং ২ নং জাতীয় সড়কের প্রজেক্ট ডাইরেক্টর স্বপন মল্লিক।

Like Us On Facebook