আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ব্যাঙ্ক থেকে টাকা হাতানোর একটি চক্রের হদিশ মিলল। দুর্গাপুরের বি-জোন ফাঁড়ি এলাকায় সাইবার ক্রাইম সেলের বিশেষ দল এই চক্রের হদিশ পায়। জানা গেছে, গত নভেম্বর মাসে এক ব্যাঙ্ক আধিকারিকের মোবাইল ফোন ও ব্যাঙ্কের এটিএম কার্ড চুরি হয়েছিল। এরপর নভেম্বর মাস থেকেই ধাপে ধাপে প্রায় তিন লক্ষ টাকা গায়েব হয়েছিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অধিকারিকের অ্যাকাউন্ট থেকে। গত ২৭ নভেম্বর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যাঙ্ক আধিকারিক।

তদন্তে নেমে দুর্গাপুর সাইবার ক্রাইম থানা ও দুর্গাপুর বি-জোন ফাঁড়ি চার জনকে গ্রেফতার করল। প্রথমে দুর্গাপুরের কাদা রোড এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এরপর দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকা ঝাড়খন্ডের চার দুষ্কৃতীকে । এরা দুর্গাপুরে ঘর ভাড়া নিয়ে থাকতো এবং ফোন করে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জেনে সেই তথ্য চক্রের পান্ডার কাছে পাঠিয়ে দিত। এই কাজের বিনিময়ে ধৃতরা নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন পেত। এরপর চক্রের পান্ডা অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিত।

ধৃত চার জনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। দলটি কিভাবে পুরো অপারেশন চালাতো সেটা ধৃতরা জানিয়েছে পুলিশকে। এখন পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই অপরাধ চক্রের মূল পান্ডা পর্যন্ত পৌঁছতে চাইছে। এর আগেও দুর্গাপুরের ৫৪ ফুট এলাকা থেকে সাইবার ক্রাইম টিম বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল, এখন এই র‌্যাকেটের সাথে এরাও রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আসানসোল-দুর্গাপুর পুলিশ।

Like Us On Facebook