জনসংযোগ বাড়াতে দুর্গাপুরে বিজেপির ফুচকা উৎসব অনুষ্ঠিত হল। রবিবার এই উৎসবে মানুষের ঢল নামে। দুর্গাপুরের বীরভানপুরে এই উৎসব আয়োজিত হয়। রবিবার দুর্গাপুর বীরভানপুরে দামোদরের বিসর্জন ঘাটে ফুচকা উৎসবের সূচনা হয় রাজ্য মহিলা মহিলা মোর্চার হাত ধরে। রাজ্য মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল ফুচকা খেয়ে এই কর্মসূচীর উদ্বোধন করলেন।
চায়ে পে চর্চার পর এবার ফুচকা উৎসবের সূচনা করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যারা। রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল জানান, তৃণমূল কংগ্রেস টাইটানিকের ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে, তাই এই ধরণের ফুচকা উৎসব করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এদিকে, ফুচকা উৎসবে ফুচকা পেয়ে বেজায় খুশী সাধারণ মহিলারা। রবিবার বিকেলে দলে দলে মহিলারা ফুচকা উৎসবে সামিল হলেন।