বহুতলে বাইরের লোকজনদের নিয়মিত আনাগোনা। প্রতিদিন মধু চক্রের আসর বসে বলে অভিযোগ আবাসনের আবাসিকদের। পরিবেশ নষ্ট করার অভিযোগে সোমবার রাতে বহুতল আবাসন সহ স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে পথ অবরোধ করেন। সোমবার রাতে বহুতলে এক মহিলার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সহ মধু চক্র বন্ধের দাবিতে দুর্গাপুরের ফুলঝোড়ের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজন। প্রায় আধ ঘন্টার উপর পথ অবরোধ চলে। এরপর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বহুতলের আবাসিক এবং স্থানীয় মানুষকে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
বহুতলের বাসিন্দাদের অভিযোগ ওই আবাসনে বহু মানুষ রয়েছেন।অথচ একজন মহিলা বহুতলে বসে মধু চক্র চালাচ্ছেন। আবাসনে ওই মহিলার জন্য বহু অচেনা লোকজনদের আনাগোনা রয়েছে। এতে বহুতলের পরিবেশ নষ্ট হচ্ছে। বহুতলের বাসিন্দারা এই ঘটনার জন্য বহুতলের মালিককেই দায়ী করেন। বহুতলের মালিককে বার বার বলা সত্ত্বেও তিনি ওই মহিলার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি বলে অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মানুষের ক্ষোভের কথা বুঝতে পেরে অভিযুক্ত মহিলা আগে ভাগেই পালিয়ে যান।