গুলিবিদ্ধ আহত বিজেপি কর্মীদের খোঁজখবর নিতে দুর্গাপুরে এসে শনিবার সন্ধ্যায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে প্রশ্ন তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন। আসানসোলের বারাবনীর জাম গ্রামে বিজেপির মিছিলে গুলিবিদ্ধ আহতদের দেখতে শনিবার সন্ধ্যায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আসেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ শনিবার গোটা রাজ্যে বিজেপির ‘আর নয় অন্যায়’ বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি ভালো ভাবে পালিত হলেও আসানসোলের বারাবনীতে বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তান্ডব চালায়। বিজেপির মিছিলে গুলি চালায়। বোমা ছোড়ে। এই ঘটনায় বিজেপির দুই কর্মী গুলিবিদ্ধ হওয়া ছাড়াও অনেকে আহত হন। আমরা পারতাম এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু হিংসা আমাদের কাজ নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’