দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন একটি ক্লাব থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুর্গাপুরের নিউন টাউনশিপের ভবানী পল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মৃতের নাম অমিত নন্দী (৪২)। বাড়ি নিউ টাউনশিপ থানার অন্তর্গত ভবানী পল্লীতে।
মঙ্গলবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকার একটি ক্লাবের ভিতরে অমিত নন্দীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, মৃত অমিত নন্দী ওই ক্লাবের সদস্য ছিলেন। মঙ্গলবার সকালে ক্লাবের সদস্যরা ক্লাবের ভিতর তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। নিউ টাউনশিপ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ক্লাবের সদস্যরা জানান, মৃত অমিত নন্দী দুর্গাপুরের একটি নামি কোম্পানির শোরুমে কাজ করতেন। কিন্তু বাজারে প্রচুর দেনা ছিল। দেনা থেকে নিষ্কৃতি পেতেই ক্লাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ এখন সমস্ত দিক খতিয়ে দেখছে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।