.
পশ্চিম বর্ধমান জেলায় প্রথম ই-লোডার গাড়ির যাত্রার সূচনা করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। বুধবার মহকুমাশাসক ব্যাটারি চালিত ই-লোডার গাড়ির চাবি ক্রেতার হাতে তুলে দিয়ে দুর্গাপুরে দূষণহীন এই গাড়ির যাত্রার শুভ সুচনা করেন। জানা গেছে, গাড়িটি সাতশো কেজির মতো পণ্য পরিবহণ করতে পারবে, থাকবে নাম্বার প্লেট, বৈধ কাগজপত্র এবং চালকের লাইসেন্স। দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো। বুধবার সকালে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ও শহরের পরিবহণ আধিকারিক ই-লোডার বা ই-কার্ট গাড়ির মালিকের হাতে চাবি তুলে দিলেন, মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান, ব্যাটারি চালিত এই গাড়ি শহরে দূষণের মাত্রা যেমন কমাবে ঠিক তেমনই বৈধ কাগজপত্র থাকার জন্য প্রশাসনিক হেনস্থার শিকার হতে হবে না গাড়ির চালককে।
Like Us On Facebook