.
অযোধ্যায় রামমন্দিরে ভূমিপুজো উপলক্ষে বুধবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুজোপাঠ ও হোমযজ্ঞের অয়োজন দেখা গেল। কোথাও কোথাও আবার পুজোপাঠের আগে ধর্মীয় শোভাযাত্রাও বের করা হয়। আবার কোথাও কোথাও ধ্বজা প্রতিষ্ঠা করা হয়। পুজোপাঠের সঙ্গে সঙ্গে আয়োজকরা জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তোলেন গোটা এলাকা। বুধবার দুর্গাপুরের পানাগড় মেনগেট এলাকায় মন্দিরে শ্রী রাম চন্দ্রের বিশেষ পুজো করেন ভক্তরা। এদিন দুর্গাপুরের ৪২ নং ওয়ার্ডের নেতাজি সুভাষপল্লীতে হনুমান মন্দির প্রতিষ্ঠা করেন স্থানীয় ধর্ম বিশ্বাসী মানুষ। মন্দির প্রতিষ্ঠার আগে পাড়ার রাস্তায় ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। বুধবার লকডাউনে ধর্মীয় ভাবাবেগের কাছে স্বাস্থ্যিবিধি কার্যত হার মেনে যায়। পানাগড় রেল কলোনিতেও এদিন হনুমান মন্দির প্রতিষ্ঠা হয়।
Like Us On Facebook