দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান হলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পান কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুরের প্রশাসনিক কার্যালয় আসেন দায়িত্বভার গ্রহণ করতে। এদিন তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যানের দায়ীত্বভার গ্রহণ করেন। চেয়ারম্যানের আসাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা ব্যাপক জমায়েত করে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার প্রশাসনিক কার্যালয়ে। কার্যালয়ের বাইরে একটি মঞ্চ করা হয়, সেখানে সংবর্ধনা দেওয়া হয় চেয়ারম্যানকে। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি ও আসানসোলের মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।
এই অনুষ্ঠান শেষে বাইক র্যালি করে যাওয়া হয় প্রায় ৫ কিমি দূরত্বের সিটি সেন্টারের সৃজনী পেক্ষাগৃহে পরবর্তী আর একটি সংবধর্না অনুষ্ঠানে। কোকওভেন থানার অন্তগত এসবিএসটিসির প্রশাসনিক কার্যালয় থেকে দুর্গাপুর থানার তত্ত্বাবধানে সিটি সেন্টার ফাঁড়ির অন্তগত সৃজনী প্রেক্ষাগৃহে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি থাকলেও প্রায় অধিকাংশ বাইক আরোহী তৃণমূল কর্মী-সমর্থকদের মাথায় ছিল না কোন হেলমেট, অনেকেরই ছিল না কোন মাস্ক।