বুধবার গভীর রাতে দুর্গাপুর পুলিশ উদ্ধার করে আনল বাঁকুড়ার বেসরকারি কারখানার উচ্চপদস্থ আধিকারিক নিখোঁজ রাজেশ জৈনকে। ঝাড়খণ্ডের ডুবুরডিহি চেকপোষ্টে নাকাচেকিংয়ের সময় রাজেশ জৈনকে একটি বিহারের দিক থেকে কলকাতাগামী বাস থেকে উদ্ধার করে পুলিশ বলে জানান দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে কোর্টের নির্দেশে রাজেশ জৈনকে পরিবারের হাতে তুলে দেওয়ার কথা জানান ডিসিপি। রাজেশ জৈনের অপহরণের ঘটনা ডিসিপি অভিষেক গুপ্তা নস্যাৎ করে দিয়ে জানিয়েছেন, রাজেশ জৈন মানসিক অবসাদে আত্মগোপন করেছিলেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানা থেকে আদালত নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের কাছেও রাজেশ জৈন কিছু বলতে চাননি। তবে রাজেশ জৈনের বন্ধু অমিত শর্মা বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে নয়, পেশাগত চাপ থেকে আত্মগোপন করে থাকতে পারেন রাজেশ জৈন। প্রবল মানসিক চাপে আছেন রাজেশ জৈন।’ অমিত শর্মা বন্ধু রাজেশ জৈনকে উদ্ধারের জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ এবং দুর্গাপুরে ওসিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ৬ জুলাই রাজেশ জৈন দুর্গাপুরের ৫৪ ফুটের ন্যাচারাল হাইটস আবাসন থেকে চুল কাটতে জাংশন মলের একটি সেলুনে গিয়ে নিখোঁজ হয়ে যান। সন্ধ্যায় স্ত্রীর মোবাইলে রাজেশ জৈনকে অপহরণ করা হয়েছে বলে একটি ফোন আসে। এরপরেই রাজেশবাবুর পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে। জাংশন মল এবং ৫৪ ফুটের ন্যাচারাল হাইটসের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। জানা গেছে, জাংশন মলের সেলুন থেকে চুল কেটে একটি অটোতে চেপে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যান রাজেশ জৈন। পুলিশ সেই অটো চালককেও জিজ্ঞাসাবাদ করে। এরপরেই বুধবার গভীর রাতে রাজেশ জৈনকে দুর্গাপুর পুলিশ উদ্ধার করে দুর্গাপুরে নিয়ে আসে।

Like Us On Facebook