কর্মরত অবস্থায় কারখানার বাঙ্কারে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে দুর্গাপুরের অঙ্গদপুরের হলদিয়া স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান মঙ্গলবার। মৃত শ্রমিকের নাম রবিন সিং। মধ্যপ্রদেশের বাসিন্দা। মঙ্গলবার কারখানায় কাজ করতে করতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় রবিন। অন্যান্য শ্রমিকরা খোঁজাখুঁজির পর রবিনকে বাঙ্কারের ভিতর থেকে উদ্ধার করে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রবিনকে মৃত ঘোষণা করেন। এর পরই শ্রমিকরা ক্ষতিপূরণের দাবিতে কারখানায় উৎপাদন বন্ধ রেখে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।