এক রোগীর চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে মঙ্গলবার দুর্গাপুর ইএসআই হাসপাতালে শ্রমিকরা বিক্ষোভ দেখান। জানা গেছে উত্তম কর্মকার নামে ডিএসপির এক ঠিকা শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রমিকদের অভিযোগ ইএসআই হাসপাতাল তাঁর চিকিৎসা না করে আসানসোলের এইচএলজি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। আসানসোলে গেলে এইচএলজি ফের ইএসআই হাসপাতালে ফেরত পাঠায় রোগীকে । এরপরই রোগীটি মারা যায়। ইএসআই হাসপাতাল প্রয়োজনীয় চিকিৎসা না করে আসানসোলে রোগীকে রেফার করা ও ফেরত আসায় চিকিৎসার অভাবে রোগী মারা যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয় ও মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।