করোনা সংক্রমনণ ঠেকাতে প্রতিদিন নিয়ম করে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছড়িয়ে স্যানিটাইজেশনের কাজ করছেন দমকল বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের হিন্দ কলোনি থেকে করঙ্গপাড়া হয়ে হরিমন্দির পর্যন্ত গোটা এলাকা দমকল বাহিনীর কর্মীরা জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করে জীবাণু মুক্ত করেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের উদ্যোগে বৃহস্পতিবার এই এলাকা স্যানিটাইজেশনের কাজ হয় বলে জানা গেছে। দমকল বাহিনীর কর্মীরা বলেন, ‘আমরা ধাপে ধাপে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গিয়ে এই স্যানিটাইজেশনের কাজ করছি। এই কাজ এখন নিয়মিত চলতে থাকবে।’
জানা গেছে, দিল্লি থেকে এক পরিবারের ফিরে আসাকে কেন্দ্র করে দিন সতেরো আগে করোনা গুজব ছড়িয়ে পড়ে ৩০ নং ওয়ার্ডের কিছু এলাকায়। স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ রুমা পাড়িয়াল তৎপরতার সঙ্গে ওই পরিবারের সকলের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের কোন উপসর্গ পাওয়া যায় নি। স্বাস্থ্য দফতরের নির্দেশে তাঁদের হোম কোয়রান্টিনে রাখা হয়। সেই থেকে এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সেই আতঙ্ক কাটাতেই আসরে নামেন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। তিনি দমকল কর্মীদের নিয়ে গোটা এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু করেন। পাশাপাশি বিধায়ক বাড়ি বাড়ি গিয়ে সকল মানুষকে বোঝান এই এলাকায় কোন সংক্রমণের অস্তিত্ব নেই। সকলকে লকডাউনের সময় বাড়িতে থাকার পরামর্শ দেন তিনি।