.
হোলি উপলক্ষে শনিবার রাতে কাঁকসার মলানদিঘির একটি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসেছিলেন বিখ্যাত গায়ক মিকা সিং। রবিবার দুপুরে নাড়ির টানে ঘুরে গেলেন দুর্গাপুরের বেনাচিতির গুরুদোয়ারায়। জানা গেছে, একসময় বেনাচিতির গুরুদোয়ারার গ্রন্থী বা পুরোহিত ছিলেন গায়ক মিকা সিংয়ের বাবা। তাঁর জন্মস্থান এই গুরুদোয়ারা প্রাঙ্গণ। মন্দিরের পিছনে গুরুদোয়ারার গ্রন্থীদের বাসস্থান। আর এখানেই জন্ম এবং বেড়ে ওঠা মিকা সিংয়ের। তারপর চার বছর বয়সে দিল্লি চলে যান মিকা সিংয়ের পরিবার। আর সেখান থেকেই পড়াশোনা এবং আজকের গায়ক মিকা সিং হয়ে ওঠা। রবিবার দুপুরে নাড়ির টানে মিকা সিং হোটেল থেকে সোজা চলে আসেন বেনাচিতির গুরুদোয়ারা প্রাঙ্গণে। গুরুদোয়ারাও দর্শন করেন। পাশাপাশি মন্দিরের সভ্যদের সঙ্গে বেশকিছুক্ষণ সময় কাটিয়ে ছোটবেলার স্মৃতি রোমান্থন করে আবেগ প্রবণ হয়ে উঠেন।