বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা নানান পরামর্শ দিয়েছেন। নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার সহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আপনার প্রিয় স্মার্টফোনটিকেও নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। কারণ ফোনেই যদি জীবাণু থাকে তবে বারবার হাত ধুয়েও কোন লাভ হবে না।

একটি গবেষণায় বলা হয়েছিল, স্মার্টফোনের স্ক্রীনে টয়লেটের থেকে প্রায় তিনগুণ বেশী জীবাণু থাকে। এইসব জীবাণু ও ভাইরাস থেকে মানবদেহে নানান রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই যেকোন জীবাণু বা ভাইরাস সংক্রমাণ এড়াতে আপনার সাধের মোবাইলটিকেও নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। স্মার্টফোনকে জীবাণু মুক্ত রাখতে সাবান জল বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।

স্মার্টফোন বা অন্য ব্যক্তগত ডিভাইসগুলি থেকে সংক্রমণ এড়াতে যা করণীয়ঃ

  • স্মার্টফোন যদি আইপি-৬৮ মানের জলরোধী হয়, তবে ফোন বন্ধ করে সাবান জল দিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে। অ্যালকোহলিক কোন তরল দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়েও ফোন বা ল্যাপটপ মুছে জীবাণু মুক্ত করা যেতে পারে। দিনে এক থেকে দু’বার এইভাবে পরিষ্কার করা উচিৎ।
  • ফোন বা কম্পিউটার পরিষ্কার করার পর সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নেওয়া উচিৎ।
  • স্মার্টফোন এবং রুমাল আলাদা পকেটে রাখা উচিৎ। অন্যথায় স্মার্টফোনের জীবাণু রুমালের মাধ্যমে মুখে পৌঁছে যেতে পারে।
  • অন্যের ফোন হাতে নেওয়ার আগে সতর্ক থাকুন। নিজের ফোন অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার আগেও সচেতন থাকুন।
  • ফোনে কথা বলার জন্য হেড ফোন ব্যবহার করা যেতে পারে। এরফলে ফোন থেকে ভাইরাস বা জীবাণু মুখে যাবে না। হেডফোনও নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা উচিৎ।
Like Us On Facebook