দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের(জেএনইউ) ঘটনার প্রতিবাদে সোমবার সকালে দুর্গাপুর রেল স্টেশনে বাম ছাত্র সংগঠন এসএফআই রেল অবরোধের চেষ্টা করলে রেল পুলিশের বাধায় শেষমেশ রেল অবরোধ থেকে বিরত হন এসএফআই কর্মীরা। এই ঘটনায় বেশ কিছুক্ষণ দুর্গাপুর রেল স্টেশনে উত্তেজনা ছড়ায়।

রবিবার রাতে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী তান্ডবের খবর আসে দুর্গাপুরে। জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী দুর্গাপুরের ঐশী ঘোষ সহ অনেকের আক্রান্ত হওয়ার খবরে বাম ছাত্র সংগঠন কর্মীরা সোমবার সকালে প্রতিবাদে সোচ্চার হতে দুর্গাপুর রেল স্টেশনকেই বেছে নেন। সোমবার সকালে এসএফআই সদস্যরা জোট বেঁধে শ্লোগান দিতে দিতে এসে দুর্গাপুর রেল স্টেশন অবরোধের চেষ্টা করেন। রেল পুলিশের বাধায় শেষমেশ রেল অবরোধ করেননি এসএফআই কর্মীরা। এসএফআই-এর পশ্চিম বর্ধমান জেলার জেলা কমিটির সদস্য রোহন শর্মা বলেন, ‘আমরা মানুষের অসুবিধা করতে রেল অবরোধ করতে আসিনি, তাই রেল অবরোধ করলাম না। শুধু সতর্ক করতে ট্রেলার দেখালাম আজ। আজ এত সশস্ত্র বাহিনী আমাদের আটকাতে এসেছে কিন্তু জেএনইউর মত বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এইসব কেন্দ্রীয় বাহিনী ও সেখানকার পুলিশ ফোর্স। এটা তো দেশের লজ্জা। আমরা ঐশী ঘোষের নেতৃত্বে সারা দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির বিরুদ্ধে লড়ছি লড়বো। এই আন্দোলন এবার আমরা আরও জোরদার করবো।’

জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ