দুর্গাপুরের মডেল ভিলেজ ফারাকি ডাঙায় রবিবার আদিবাসী অধ্যুষিত এলাকায় কচিকাঁচা থেকে বয়স্কদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এবং দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক চন্দ্রানী মুখোপাধ্যায়। রবিবার আদিবাসী অধ্যুষিত এলাকায় দুস্থ মানুষজনকে ক্ষণিকের আনন্দ দিতে এদিন ফারাকি ডাঙা গ্রামে পিকনিকের আয়োজন করে দুর্গাপুরের ছায়াসূর্য সেচ্ছাসেবী সংস্থা।

পিকনিক হলেও দুস্থ মানুষের পাশে থাকাই যখন উপলক্ষ তাই দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এবং দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক চন্দ্রানী মুখোপাধ্যায় এদিন পিকনিকের আমেজে ফারাকি ডাঙায় বাসিন্দাদের খাবার বিতরণ করেন এবং শীতবস্ত্র দান করেন। পাশাপাশি আদিবাসী অধ্যুষিত ফারাকি ডাঙা এলাকার মানুষদের সুখদুঃখের কথাও শোনেন তাঁরা। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘মডেল ভিলেজ ফারাকি ডাঙায় আগের থেকে অনেক উন্নতি হয়েছে। তবে স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা ও কর্মসংস্থানের সমস্যা রয়েছে। বিশেষ করে বাচ্চাদের স্কুলছুটের প্রবণতা রয়েছে এখানে। আমি এই সব সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক স্তরে চেষ্টা করবো।’


Like Us On Facebook