দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি নার্সিংহোমে এক রোগী চিকিৎসাধীন অবস্থায় গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করায় শনিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে মৃতের নাম সনাতন রায়(৭৫)। বাড়ি সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথে। জানা গেছে, সনাতন রায় পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে অপারেশনের জন্য সিটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। নার্সিংহোমে সনাতনবাবুর পাইলস অপারেশনও হয়। কিন্তু শুক্রবার রাতে সনাতন রায় নার্সিংহোমে নিজের কেবিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে নার্সিংহোমের সেবা কর্মীরা সনাতনবাবুকে তাঁর কেবিনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের।
নার্সিংহোম সূত্রে জানা গেছে, সনাতন রায়ের ছেলে পুনেতে কর্মরত। মেয়ে থাকেন ক্যালিফোর্নিয়ায়। সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথের বাড়িতে সনাতন রায় একাই থাকতেন। একাকিত্ব তাঁকে গ্রাস করেছিল বলে দাবি সিটি নার্সিংহোমের সিইও জয়দেব ভট্টাচার্যের। জয়দেব ভট্টাচার্য বলেন, ‘সনাতনবাবুর পাইলস অপারেশন সফল হয়, কিন্ত তিনি একাকিত্বে ভুগছিলেন। সুযোগ বুঝে নার্সিং হোমে নিজের কেবিনে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সনাতন রায়ের ছেলে ও মেয়ে বাইরে থাকায় সনাতনবাবুর এক আত্মীয় যিনি তাঁকে নার্সিংহোমে ভর্তি করে গিয়েছিলেন তাঁকেই খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়িতেও।’ পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।